কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
আটক ব্যক্তিরা হলেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মো. ইমতিয়াজুল হক (২৮) এবং একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পেকুয়া ও চকরিয়ায় উঠতি বয়সের যুবক, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অনলাইন জুয়ায় আসক্ত করে তুলেছিল এই দুই ‘মাস্টারমাইন্ড’। তারা দীর্ঘ সময় ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে ‘ওয়ান এক্স বেট’ জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ‘ওয়ান এক্স বেট’-এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লাখ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘‘যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে (বা ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’, যা প্রযোজ্য) মামলা রুজু করা হবে।’’



















