বান্দরবানের সবচেয়ে দুর্গম উপজেলা থানচির বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে হঠাৎ লেগে যাওয়া আগুনে বাজারের অন্তত ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দেড় বছরের ব্যবধানে এটি এলাকায় দ্বিতীয় বড় অগ্নিকাণ্ড।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা বলেন,“আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে চিৎকার শুনে বাইরে এসে দেখি আগুন জ্বলছে। অনিল কান্তি দাশের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
৭০ বছর বয়সী দোকান ব্যবসায়ী হ্লায়ইংচিং মারমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘২০২৩ সালে একবার আগুনে ৫০টি দোকান পুড়েছিল। আজ আবারও পুড়লো। এবার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেললাম।”
থানচি ফায়ার স্টেশনের লিডার পিয়ার মোহাম্মদ জানান, “রাত সোয়া ২টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।