Friday , 24 October 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

স্বাধীনতাকামী সব সংগঠনকে জাতীয় সংলাপের আহ্বান জানালো হামাস

প্রতিবেদক
AlorDhara24
October 24, 2025 11:49 am
স্বাধীনতাকামী সব সংগঠনকে জাতীয় সংলাপের আহ্বান জানালো হামাস

স্বাধীনতাকামী সব ফিলিস্তিনি গোষ্ঠীকে জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের চলমান বৈঠকের মধ্যেই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হামাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে উন্মুক্ত মন ও সহযোগিতার মনোভাব নিয়ে জাতীয় সংলাপে প্রবেশ করছি। পশ্চিম তীরের কর্তৃপক্ষ ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একে পাশ কাটানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, এখন সময় জাতীয় ঐক্যের। দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

এছাড়াও রাফাহ এলাকার ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন আবু শাবাব গোত্র, মুমতাজ দোগমোশের দোগমাশ গোত্র,আল-মাজায়দা গোত্র,রামি হেলিস গোত্রকে এ জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এরপর দ্বিতীয় ধাপে বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হলে ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর,কাতার,তুরস্ক দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরীতে ভূমিকা রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬৮ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ - শহরের বাইরে