সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা এবং বিএনপি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহানের সুস্থতা কামনায় নোয়াখালীতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. জহিরুল ইসলাম তারেকের উদ্যোগে জেলার সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদগুলো বিতরণ করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে রোববার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত নোয়াখালী সদর উপজেলার মাদরাসাতুল ঈমান ও এতিমখানা, আল কারীম ইসলামিক রিসার্চ সেন্টার এতিমখানা ও মাদরাসাসহ বিশটি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদ বিতরণ প্রসঙ্গে স্বেচ্ছাসেবকদল নেতা মো. জহিরুল ইসলাম তারেক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক। অন্যদিকে, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান নোয়াখালীর জাতীয়তাবাদী পরিবারের অভিভাবক। দেশের দুই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ত্যাগের মাসে শিক্ষার্থীদের হাতে আল-কোরআন তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। কোরআনের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি অন্তরে—এটাই আমাদের প্রার্থনা।
কোরআন বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।