অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে। ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লক্ষ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লক্ষ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমান টাকা প্রতি বছর লুটপাট করা হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম। সঞ্চালক ছিলেন সংগঠনটির ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমান।
অ্যাটর্নি জেনারেল বলেন, লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই সাইবার ফোর্স। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।
সভায় আরও ছিলেন, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলুসহ আরো অনেকে।
সভার পর অ্যাটর্নি জেনারেল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্নবাজ ফাউন্ডেশনের দেওয়া সুপেয় পানির পাম্ব উদ্বোধন ও হাসপাতালের রোগীদের জন্য নিজ অর্থে ৪০টি সিলিং ফ্যান উপহার দেন।