Wednesday , 15 October 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

মুন্সিগঞ্জে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
October 15, 2025 11:42 am

মুন্সিগঞ্জে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিত্রগ্রাহক রাহিদ হোসেনের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায়,জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে, বিচারের দাবিতে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে,সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

কর্মসূচিতে উপস্থিত গণমাধ্যম কর্মীরা,দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের,আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ সময় শীঘ্রই জড়িতদের গ্রেফতার করা না হলে, কলম বিরতি সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।

মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, একজন পেশাদার সংবাদকর্মীর ওপর এভাবে প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। পাশাপাশি, প্রকাশ্যে এমন হামলা সাংবাদিক সমাজের জন্য চরম অশনিসংকেত উল্লেখ করা হয়।

এছাড়া, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে বলে,কর্মসূচিতে শঙ্কা প্রকাশ করেন সাংবাদিকরা।

এদিকে “সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার পরে,সদর থানায় মামলা দায়ের করা হয়,তবে সাত দিন পার হলেও এখনো কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কর্মসূচিতে বক্তারা বলেন,সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া দুঃখজনক ও উদ্বেগজনক। বরং প্রভাবশালী একটি মহল সাংবাদিক রাহিদ হোসেনকে হয়রানি করার জন্য আদালতে তার নামেই মিথ্যা মামলা দায়ের করেছে,যা অত্যন্ত নিন্দনীয়। এতে পুনরায় হামলার আশঙ্কায় ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজান বেগ পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ।এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক রাহিদ হোসেন।

জাগো নিউজে সর্বশেষ

মুন্সিগঞ্জে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জড়িতদের আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান শিক্ষকরা। ‎বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

সোনামসজিদ ট্রাক টার্মিনালে চাঁদা আদায় বন্ধের দাবি

ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে টাকায় ঋণ নেওয়া যাবে

সব পর্যায়ে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই : অর্থ উপদেষ্টা

আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”।শীর্ষক কর্মশালা

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

এনবিআর চেয়ারম্যানের অপসারণ-বদলি বাতিলের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা