নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাঁও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারসহ রামারবাগে সোলেয়মান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে বিকাশের মামাতো বোন ও তার স্বামীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। একই বাড়িতে ভাড়া থাকায় বিকাশ ঝগড়ার শব্দ শুনে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ জানালার সঙ্গে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, নিহতের মামাতো বোন শিল্পীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”