চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সর্বাধিক প্রার্থী হয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের মধ্যে এককভাবে এই অনুষদ থেকেই অংশ নিচ্ছেন ১৮৮ জন প্রার্থী যা মোট প্রার্থীর প্রায় ৪৫ শতাংশ।
গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত চাকসু নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। দেখা যায়, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগ থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। শুধুমাত্র ইসলামিক স্টাডিজ বিভাগ থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন সর্বোচ্চ ৩৭ জন প্রার্থী।
এই অনুষদ থেকে সভাপতি পদে ১১ জন, সাধারণ সম্পাদক পদে ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১২ জন, দফতর সম্পাদক পদে ১০ জন এবং নির্বাহী সদস্য (৫ জন) পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী রয়েছেন সমাজবিজ্ঞান অনুষদ থেকে, যেখানে প্রার্থীর সংখ্যা ৮১ জন। তৃতীয় অবস্থানে আছে ব্যবসায় প্রশাসন অনুষদ, যেখান থেকে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
এছাড়াও— শিক্ষা অনুষদ থেকে: ৩৩ জন; জীববিজ্ঞান অনুষদ থেকে: ২১ জন; বিজ্ঞান অনুষদ থেকে: ১৭ জন; আইন অনুষদ থেকে: ১৪ জন; মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ থেকে: ৫ জন।
সবচেয়ে কম প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে মোট ৪ জন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ১ জন করে প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, চাকসু, হল সংসদ এবং হোস্টেল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।
কেন্দ্রীয় সংসদে—সহ-সভাপতি পদে: ২৪ জন; সাধারণ সম্পাদক পদে: ২২ জন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে: ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এবারের নির্বাচনে চাকসুর ২৬টি, হল সংসদের ১৪টি এবং হোস্টেল সংসদের ১০টি পদে ভোটগ্রহণ হবে।
চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। আগামী ১৫ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।