বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজার ছুটির মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ৪৯তম বিসিএস পরীক্ষা আয়োজন করা হবে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছুটিকালীন সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার খোলার আবেদন জানান।