প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৈয়দপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স (বি.বি.এস) ও মাস্টার্স (এম.বি.এস) লেখা পড়া শেষ করে কর্মজীবনের শুরুতে তিনি একটি বেসরকারী বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পেশাগত জীবনে তিনি একজন ব্যাংক কর্মকর্তা।
লেখাপড়া চলাকালীন সময় থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। কবিতায় অবদানের জন্য তিনি ‘কাব্যকথা সাহিত্য সম্মাননা ২০১৬’ এবং ‘সুকুমার বড়ুয়া সাহিত্য পুরস্কার ২০২২’ সম্মাননা অর্জন করেন।
কবিতা,গল্প লেখার পাশাপাশি চলমান সময়ে বড় বড় মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে একজন দক্ষ উপস্থাপক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একাধারে একজন লেখক, আবৃত্তি শিল্পী, একজন দক্ষ উপস্থাপক এবং সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন ।
বর্তমানে তিনি বাংলাদেশের সু-পরিচিত সাহিত্য সংগঠন ‘কবিয়াল ফাউন্ডেশন’ এর সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। শিল্প-সাহিত্যের সাংগঠনিক কার্যক্রমে তার পদচারণা প্রশংসনীয়।