নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নগরবাসীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে নির্মিত উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনার নির্মাণ কাজ পরিদর্শন করেন।
শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের সামনে সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন আধুনিক উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থার কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে। ফলে এর সুবিধা পেতে শুরু করবে নগরবাসী।
তিনি আরও বলেন, শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন সহ জনসেবার বিষয়গুলো গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে।
উক্ত সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সচিব নুর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন প্রমূখ।
প্রশাসক সন্ধ্যায় শহরের শায়েস্তা খান সড়কের গভীর নালার নির্মাণ কাজের বিষয়ে খোঁজ-খবর নেন। ও-ই সময় উপস্থিত ঠিকাদারকে তিনি আগামী মার্চের আগে কাজ শেষ করার নির্দেশ দেন।
আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে চলতি বছরের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের পর নিজেই সরেজমিন পরিদর্শনে আসায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সাধারণ মানুষ।