বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা’র জন্মোৎসব উপলক্ষে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব চাষাড়া রামবাবুর পুকুর পাড় রুপান্তর লিভিং লিমিটেড এর কার্যালয়ে কোক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়।
তার লেখক নাম কাজী আনিসুল হক। বাবা সামসুল হক, মাতা শাহীনুর হক। ১৯৮৬ সালের ৪ঠা সেপ্টেম্বরে বাংলার প্রাচীন রাজধানী ঐতিহ্যবাহী বন্দর নগরী নারায়ণগঞ্জ জেলার দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় জন্ম। পেশা সাংবাদিকতা, নেশা কবিতা লেখা।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক কবি ফরিদুল মাইয়ান ও সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু এর সার্বিক তত্বাবধানে এ সময় সৃজনশীল লেখক কাজী আনিসুল হক হীরা’র জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক এস.এম ইমদাদুল হক মিলন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ, পুরাতন পাতা সম্পাদক ও প্রকাশক রমজান বিন মোজাম্মেল, সাংবাদিক আসলাম মিয়া, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক মনির হোসেন, কবি মিথুন খান , সাংবাদিক সেলিম, সাংবাদিক ওয়ারদে রহমান, কন্ঠ শিল্পী রিয়া খান, কবি শাহনাজ আক্তার সাথী, লাকি আক্তার, কবি সাদ্দাম মোহাম্মদ সহ প্রমূখ।
উপস্থিত সকলেই কবি আনিসুল হক হীরা’র দীর্ঘায়ু জীবন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তার প্রথম কাব্যগ্রন্থ তুমি (২০০৭)। দ্বিতীয় কাব্যগন্থ ‘জলরঙ নারী'(২০২০)। তৃতীয় কাব্যগ্রন্থ ‘ এ কবিতা তোমাকে দিলাম’ (২০২২)। চতুর্থ কাব্যগ্রন্থ ‘জুহি সিরিজ’ (২০২৩)। পঞ্চম কাব্যগ্রন্থ ‘স্বয়ং বাংলাদেশ'(২০২৫)। স্ব-নির্বাচিত প্রেমের কবিতা ‘বিপদজনক একশো এক’ (২০২৫)। লেখালেখির পাশাপাশি তিনি
সম্পাদনা করেছেন কবিতার কম্পাস, লক্ষ্যাপারে ও অভিযান পত্র।
বর্তমানে তিনি দৈনিক আজকের নীরবাংলা পত্রিকায় বার্তা সম্পাদক এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।