Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

মিডিয়ায় আসা ফ্রিজের কম্প্রেসার ব্লাস্ট নাকি বাড়িওয়ালা এবং তিতাস গ্যাস কর্মকর্তাদের টাকা খেয়ে চুপ থাকার গাফিলতি?

প্রতিবেদক
AlorDhara24
August 31, 2025 8:23 am

মিডিয়ায় আসা ফ্রিজের কম্প্রেসার ব্লা’স্ট নাকি বাড়িওয়ালা এবং তিতাস গ্যাস কর্মকর্তাদের টাকা খেয়ে চুপ থাকার গাফিলতি? তিশা সহ তার পরিবারের সবাই এভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার নেপথ্যে কি?

গত ২২ অগাস্ট, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা সহ তার পরিবারের ৯ জন আ’গুনে দ’গ্ধ হওয়ার মতো ম’র্মান্তি’ক ঘটনা ঘটে। ঢাকা বার্ন ইউনিটে টানা আট দিন অসহনীয় কষ্ট ভোগ করার পর তিশা না ফেরার দেশে চলে যায়। এখন পর্যন্ত এই পরিবারের ৭ জন সদস্য মা’রা গিয়েছেন। বাকিরাও বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন।এতো সংবাদ হলো, রিপোর্ট হলো কিন্তু এতো তদন্তের মাঝেও তিশাদের মৃ’ত্যুর পেছনের সত্যটা আড়ালেই লুকানো হলো। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ,ওর সহপাঠীরা সবাই জানে এই সত্যটা কি। সবাই জানে এটা কি নিছক দুর্ঘটনা নাকি হ’ত্যাকাণ্ড।

যেকোনো সুস্থ মানুষ ওদের ঘরে ঢুকলেই একটা তীব্র গ্যাসের একটা গন্ধ পাবে। আপনারা বলেন আবাসিক বাসায় এমন তীব্র গ্যাসের গন্ধ কি স্বাভাবিক কিছু? ওদের ঘরে এমন গ্যাসের গন্ধের কারণ বাংলাদেশ তিতাস গ্যাসের অমেরামতকৃত লিকেজড লাইন যেখান থেকে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। বাড়িওয়ালা এই চলমান লিকেজড গ্যাস লাইন এর উপর তিন-চার ফুট বালু চাপা দিয়ে তার উপরই বাড়ি করে বসে আছেন, আর বছর বছর চা পানির টাকা দিয়ে সব ম্যানেজ করে রেখেছেন। এলাকাবাসী এই বাড়িওয়ালাকে অনেকবার সাবধান করার পরেও, আর তিতাস গ্যাসের কর্মকর্তারা কয়েকবার নাম মাত্র চেষ্টা করার পরেও গ্যাস লিকেজের ব্যাপারে বাড়িওয়ালা ছিলেন একরোখা।

তিশার দেওয়া বর্ণনা অনুযায়ী, ওর ধারণা ঘুমন্ত অবস্থায় রাত ৩:৩০ এর দিকে দরজা , জানালা লাগানো থাকায় লিকেজড লাইন থেকে নির্গত গ্যাসে ওদের ঘর ভর্তি হয়েছিল। আর গ্যাসের এই বিরাট কুন্ডলীর চাপ থেকেই এই আগুনের বিস্ফোরণ ঘটে। কারণ এর আগেও কয়েকবার ওদের দরজার সামনে এমন আগুন ধরার ঘটনা ঘটেছিল। তাই ওরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দেওয়ার ও সিদ্ধান্ত নিয়েছিল। ভাগ্যের পরিহাসে সেই সুযোগটা ওরা পায়নি।

ফায়ার সার্ভিসের তদন্ত অনুযায়ী এবং বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ শুনে, অনেকেই ভেবেছিলো ফ্রিজের কম্প্রেসার থেকেই এই বিষ্ফোরণ ঘটে। কিন্তু স্থানীয় দক্ষ ইলেকট্রিশিয়ান ফ্রীজের কম্প্রেসার পরীক্ষা করে নিশ্চিত করেছেন ঘরের আগুন থেকেই ফ্রিজের তার পু’ড়েছে , তবে কম্প্রেসার এখনো অক্ষত অবস্থায় আছে। এই জায়গায় দেখেন ফায়ার সার্ভিস কত বড় মিথ্যাচারটা করেছে, যেখানে দুই ঘরের দুইটা ফ্রিজে দুইটা কম্প্রেসার অক্ষত অবস্থায় আছে (একটা কম্প্রেসারের তার সহ পেছনের দিকটা পুড়ে গিয়েছে কিন্তু কম্প্রেসার ব্লাস্ট হয়নি) সেখানে কারণ হিসেবে তারা কম্প্রেসারের বিস্ফোরণকেই দায়ী করেছে। এখন বলেন, ঘরে আগুন ধরলে কি ঘরের ভেতরে থাকা অন্যান্য ইলেকট্রিক জিনিসের সাথে ফ্রীজের কম্প্রেসারের তার পুড়বে না? এটাতো ইলেকট্রিক জিনিস এটা তো ক্ষতিগ্রস্ত হওয়ারই কথা। ফ্রিজের কম্প্রেসারটা বাইরে থেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া আর কম্প্রেসারটা নিজেই বিস্ফোরণ করা দুইটা তো এক জিনিস না। ঘরের কোনো আলামত দেখেই ফ্রিজ বিস্ফোরণের আলামত বলে মনে হয় না, বরং নিচ থেকে উপরের দিকেই যে একটা বিস্ফোরণ ঘটেছে সেটা স্পষ্ট। এমনকি উর্ধ্বমুখী এই বিস্ফোরণটির কারনে ওদের নিচতলা ঘরের ইট ছুটে পেছনের বিল্ডিং এর দুই তলা পর্যন্ত উঠে গিয়েছে। ঘটনার সূত্রপাত হোক বৈদ্যুতিক শর্ট-সার্কিট , ফায়ারিং বা অন্য কোন বৈদ্যুতিক কারণ। এখানে মূখ্য বিষয় হলো দুইটা ঘরে এই আগুন এই অল্প সময়ে এমন প্রকাণ্ড বিস্ফোরণ রুপ নিলো কিভাবে? এর উত্তর সবার জানা। মানুষের ব্যবহৃত পয়:নিষ্কাশনের পাইপেও উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হয়, কারণ কোনো কিছু দিয়েই গ্যাসকে আবদ্ধ করে রাখা সম্ভব না এটা বিস্ফোরণ করবেই। সেখানে রান্না করার গ্যাসকে তারা বালি চাপা দিয়ে রেখে বিস্ফোরণের সূত্রপাত নিয়ে যা ইচ্ছা তা বানোয়াট মিথ্যাচার করে বেড়াচ্ছে।প্রশ্নাতীত ভাবে তিন চার ফুট মাটির নিচে চাপা দেওয়া গ্যাস লাইন থেকে নির্গত গ্যাস যা আবদ্ধ অবস্থায় ছিল যা থেকে গ্যাস বিস্ফোরণ হওয়া অসম্ভব কোন ব্যাপার নয়। এবং পরবর্তীতে গ্যাসের এই বিস্ফোরণ থেকেই বাকি সব ইলেকট্রিক জিনিসপত্রের সাথে ফ্রিজের কম্প্রেসার ও ক্ষতিগ্রস্ত হতে পারে।ফায়ার সার্ভিসের মিথ্যাচারটা এখানেই। ঘরের আগুন থেকে কম্প্রেসারের তার পুড়ে যাওয়াকে কম্প্রেসার বিস্ফোরণ বলে চালিয়ে দিয়েছে যাতে তিতাস গ্যাসের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টাকে ধামাচাপা দেওয়া যায়।

সিদ্ধিরগঞ্জে ভিন্ন জায়গায় ও তিশাদের ঘটনার তিন দিন পরে আবার ও গ্যাস লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে । কিন্তু ওখানে তো ফ্রিজের কম্প্রেসার ছিলো না, তাই অন্য কিছুর ওপর দায় চাপানোর সুযোগ নেই।

দুই একজন বাদে বাকি সাংবাদিকরাও নিজস্ব কোন তদন্ত না করেই ফায়ার সার্ভিসের মিথ্যাচারের সাথে তাল মিলিয়ে নিউজ করে বসে আছেন।সত্য লুকানোর মতো জুলুমের ঘটনার বিরুদ্ধে আপনারাই যদি ওদের মতো পরিবারের পাশে না থাকেন , তাহলে কে থাকবে ? কারা থাকবে? ৭ টা মানুষের প্রাণ কি এতোই সস্তা হয়ে গেল যে ওরা নূন্যতম সত্য ঘটনার ন্যায্যতা ও পাবেনা। এইটা কেমন মগের মুল্লুকে থাকি আমরা? এই দেশে প্রাণ হারানো এত সহজ ?

 

এবার আসি হসপিটালের বিলের কথায়, এমন একটা ঘটনা ঘটে গেল, বড় বড় চ্যানেলগুলো নিউজ ও করল, কিন্তু ওরা না পেলো কোন সরকারি অনুদান, না পেলো কোন বেসরকারি সহায়তা আর না পেলো কোনো সংগঠনের সমর্থন। তিশার বন্ধু বান্ধব সবাই এই কয়েকদিনে দেড় লক্ষ টাকার মতো ফান্ড তুলেছে যেই টাকা দিয়ে একজনের ও ট্রিটমেন্ট খরচ ঠিকঠাক মত হয় না । বাকি ৮ জন মানুষের চিকিৎসার খরচ ,আইসিইউ খরচ ওর বাবা কীভাবে একা বহন করবে?

মাইলস্টোনের ঘটনার সাথে এই ঘটনার পার্থক্য কি জানেন? দুটোই কিন্তু রাষ্ট্রীয় গাফিলতি। এক জায়গায় ভিকটিমের দোষ ছিল অন্য জায়গায় ছিল না। তিশাদের এই বাড়িটিতে ভাড়া থাকার ভুলের মাশুলই ওরা জীবনের বিনিময়ে দিয়ে গেছে। কিন্তু ওদের দোষ ঠিক কতটা? ওরা এই বাড়িতে না থাকলেও অন্য কেউ এসে থাকতো, তাদের সাথে একই ঘটনা ঘটতো। তিশাদের মত সাধারণ পরিবারের মানুষের কল্পনাও ছিল না যে একটা গ্যাসের বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু বাড়িওয়ালা তো সব জানতো, তিতাস গ্যাস ও এটা জানতো, তাদের তো এই সম্পর্কে জ্ঞান ছিল, তারা কি সঠিক সময়ে শক্ত পদক্ষেপ নিয়েছিল? একটা জমির মালিক কীভাবে গ্যাস লাইনের উপর বাড়ি করার সাহস পায়? রাষ্ট্রীয় আইনগুলো গ্যাসের মত দাহ্য পদার্থের লাইনের উপড় দিয়ে আবাসিক বাড়ি করাকে এতো শিথিলতার সাথে‌ কিভাবে গ্রহণ করে?এই বাড়ি তারা এতো দিনে গুড়িয়ে কেনো দেয় নাই? তিশা নিজের মুখে বলে গেছে , তিতাস থেকে লোক আসলে বাড়িওয়ালার টাকা খেয়ে তারা চলে যেত। মাইলস্টোনে তো অন্য দিকে দোষ চাপানোর কোনো উপায় ছিল না তাই তারা সরকারিভাবে আর্থিক সহায়তা পেয়েছে , চিকিৎসা পেয়েছে , বেসরকারি সাহায্য , মানুষের ব্যক্তি পর্যায়ের সমর্থন সব পেয়েছে কিন্তু এখানে তো দোষ চাপানোর জন্য ফ্রিজের কম্প্রেসার ছিল , আসল ঘটনা ঘুরিয়ে দেওয়ার জায়গা ছিল। পরিবার হিসেবেও ওরা দুঃস্থ ছিল। তিশাও তো আর দুনিয়ায় নাই। তাই বাড়িওয়ালা, তিতাস গ্যাস , ফায়ার সার্ভিস , সাংবাদিক , সরকারি দায়িত্ব, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন সবাই এই এক ফ্রীজের উপর দায় চাপিয়ে হাফ ছেড়ে বাঁচার সুযোগ পেল।
একবার কি চিন্তা করা যায় , এই পরিবারের যারা বেঁচে আছে তাদের ওপর নয়টা মানুষের চিকিৎসার খরচের চাপ , বানোয়াট নিউজ , ভুলে পড়া তদন্তের রিপোর্ট এবং সাত জন মানুষের মৃত্যু সব মিলিয়ে বিষয়গুলো কতটা অমানবিক ও জুলুমের পর্যায়ে পড়ে ।

যদিও হাস্যকর হলেও সত্যি বাড়িওয়ালা এই ঘটনায় ২০০০ টাকার বিনিময়ে এই দায় কিছুটা হলেও নেয়ার চেষ্টা করেছেন।
আমরা কয়েকজন এই কয়েকদিন ফেইসবুকে এসে চিৎকার করবো তারপর সব ভুলে যাবো । আর তিশাদের বাবারা লাখ লাখ টাকার ঋণের বোঝা আর আপনজনের মৃত্যুর বুক ভরা শোক নিয়ে এই জাদুর শহর থেকে চিরবিদায় নিবে। আবার কয়েক বছর পর এই বাড়িটিতেই কিছু টাকা কম দিয়ে অন্য তিশারা বসবাস শুরু করবে ।

তবে এত সব জুলুমের মধ্যে এই মৃত্যুপুরীতে আশার ব্যপার হলো দিনশেষে সবাই ঘুমিয়ে গেলেও এলাকাবাসী ও সহপাঠীরা এই ঘটনায় হাল ছাড়তে নারাজ । তারা এই ব্যাপারে সম্পূর্ণ তদন্ত চায় এবং নিজস্ব দাবী আদায়ে তারা সোচ্চার। একটা পরিবারের সবাই এভাবে কারোর গাফিলতি কিংবা কোন স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের টাকা খাওয়ার বলি হওয়াটাকে সরকারি তোলারাম কলেজ , নারায়ণগঞ্জবাসী কখনোই সহজভাবে নিতে পারে না, পারবে না।

তারা নিম্নোক্ত দাবীগুলো আদায় না করা পর্যন্ত হাল ছাড়ছে না:
১. বাড়িওয়ালার সরকারি জমির উপর উঠানো এই বাড়িটি ১০ কর্মদিবসের মধ্যে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে।

২. বাড়িওয়ালার বিরুদ্ধে মাম’লা এবং তাকে আইনিভাবে শায়েস্তা করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে মাফ চাইতে হবে। তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই বিষয়ে কোনো আপোষ চলবে না।

৩. ফায়ার সার্ভিস কেন এই ঘটনায় তিতাস গ্যাসের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি উপেক্ষা করে এতো বড় অপরাধটা ঘোলাটে করার চেষ্টা করল আর বিষ্ফোরণের মূল সূত্রপাত আর কারণ নিয়ে মিথ্যাচার করল সে বিষয়ে তাদেরকে সুস্পষ্ট হিসাব দিতে হবে।

৪. তিতাস গ্যাস কর্তৃপক্ষের বাড়িওয়ালার প্রতি আপোষ মূলক মনোভাব এবং লিকেজড লাইনটি মেরামতে যথাসময়ে শক্ত পদক্ষেপ না নেওয়ায় এই ঘটনায় তাদের ও দায় নিতেই হবে। এমন লিকেজড ও পরিত্যক্ত লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা নাগরিক অধিকারের লঙ্ঘন। এর ক্ষতিপূরণ তাদের বহন করতে হবেই।

৫. বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যত লিকেজড , পরিত্যক্ত, বিপজ্জনক লাইন আছে , ১০ কর্মদিবসের মধ্যে সেগুলো সফলভাবে মেরামত করতে হবে।

পুরো বাংলাদেশের পরিত্যক্ত ও বিপদজ্জনক লাইনের মেরামত সহ , বাকীসব দাবী পালনের বিষয়ে তিতাস গ্যাস অঙ্গীকারবদ্ধ না হলে তিশার সহপাঠীরা এই তিতাস গ্যাস এর গেট থেকে এক চুলও নড়বে না। ৯ টা প্রাণের দায় তাদের নিতেই হবে এবং আমরা আশা করব সরকারি তোলারাম কলেজ সহ নারায়ণগঞ্জ এর সকল রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন, সাংবাদিক ভাইরা শিক্ষার্থীদের এ বিশেষ দাবি আদায়ের এগিয়ে আসবেন। বিশেষ করে সরকারি তোলারাম কলেজের রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা এইটাকে হেলাফেলা করলে আপনাদের রাজনীতি করা উচিত না। আমরা এইখানে ঘটনার নেপথ্যে কি আছে সেই ব্যাপারে বলেছি। পুলিশ-প্রশাসন কর্তৃক সেসব বের করে আনার দায়িত্ব অবশ্যই সবার, এইখানে আপনারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন বলে আমরা আশা রাখি।

এবারের কলেজ ফাইনাল পরীক্ষায় বিজ্ঞান বিভাগের প্রকাশিত ফলাফলে যেই পৃষ্ঠায় তিশার প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে , সেখানে ওর ফলাফল সবচেয়ে ভালো। তালিকা করলে অবশ্যই প্রথম দশের মেধা তালিকার মধ্যে ওর নাম চলে আসতো । নিম্ন আয়ের বাবা কত কিছু ত্যাগ করে সন্তানকে লালন করেছে, স্বপ্ন দেখেছে । অথচ সেই স্বপ্ন দুই পক্ষের চা পানির টাকার মধ্যেই আজ বিলীন হয়ে গেল। নারায়ণগঞ্জ বাসী ও তোলারাম কলেজের শিক্ষার্থীরা তাদের এই পরিশ্রমী ও মেধাবী সহপাঠীর ও তার পরিবারের মৃত্যুর বিচার চায় ।

নারায়ণগঞ্জবাসী ও তিশার সহপাঠীরা চায় , বাংলাদেশের কোথাও যেন আর এমন মর্মান্তিক মৃত্যু ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পুরো বাংলাদেশে কত হাজার তিতাস গ্যাসের লাইন বিপদজ্জনক ভাবে লিকেজড , পরিত্যক্ত অবস্থায় আছে কে জানে!

তাদের অবহেলার কারণে দেশের নাগরিকদের সামাজিক ও পদ্ধতিগত হ’ত্যাকান্ড কে নিছক দুর্ঘটনা ও মৃত্যু বলে চালিয়ে দেওয়া যাবে না ।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

স্বৈরাচারী পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে: তারেক রহমান

মার্চ ফর গাজা কর্মসূচিতে আগতদের সহায়তায় কয়েক’শ স্বেচ্ছাসেবী

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডে মুজিব মার্কেটের এক গোস্তের দোকানে একটি ষাঁড় গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা: নারায়ণগঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার

পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি