নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেতা মাহিন সরকার।
রবিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মাহিন সরকার তার পোস্টে বলেন, ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সতর্ক পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অংশ নিয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।