এসময় OVENS (ওভেনস) ফুড এর কারখানা পরিদর্শনকালে পরিলক্ষিত হয় যে, ওভেনস ফুড বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পাউরুটি, বিস্কিট, বাটার বান উৎপাদন করে বাজারজাত করছে এবং শো-রুমে বিক্রয় করছে। এ পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযুক্তকে বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদনের দায়ে *নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন,মো: নাহিদ নিয়াজ শিশির সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
নারায়ণগঞ্জ এ আনাচে কানাচে গড়ে ওঠেছে অস্বাস্থ্যকর পরিবেশে নামে বেনামে বিভিন্ন বেকারি, নিয়মিত অভিযান পরিচালনা হলে, নারায়ণগঞ্জ বাসী নিরাপদ বেকারী খাদ্য পাবে।