নারায়ণগঞ্জ জেলা শহরের কালিবাজার চারারগোপ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদকসহ ২ জনকে মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে এ অভিযান চালায় যৌথবাহিনী।
আটককৃতরা হলো নারায়ণগঞ্জ জেলা বন্দরের বাড়ইপাড়া এলাকার নূর আলম ও তল্লা এলাকার প্পাপু।
এসময় জব্দ করা হয়েছে রামদা, বগি, চাইনিজ কুড়াল, ছুরিসহ বিভিন্ন ধরনের ২৭ টি ধারালো অস্ত্র, ৩ পুরিয়া হেরোইন, ৬৭ পিছ ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৫১ টাকা।
নারায়ণগঞ্জ জেলা সদর মডেল থানার এসআই সাদ্দাম মল্লিক জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, মাদক, মাদক বিক্রির নগদ ও মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন