জানা যায়, গত ১৬ বছরে মেঘনা অয়েল কোম্পানিতে আওয়ামী লীগের দোসর মেসাস সাল্লাদ্দিন ট্রান্সপোর্ট এন্ড কোঃ লিমিটেড এর মালিক মোঃ সাল্লাউদ্দিন ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকা কালিন বিভিন্ন অপকর্মের হোতা বলে অভিযোগ রয়েছে । বিগত সরকারের সময়ে সাল্লাউদ্দিন ছিলো ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমার মতির আস্থা ভাজন লোক। ৫ই আগষ্ট পত পরির্বতন পরে ও ধারাবাহিকতা অব্যাহত রেখে সে এখনো বহাল তবিয়তে বইদ্ধ-অবইদ্ধ তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
আরো জানা যায়, ২৪ এর জুলাই -আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য মেসাস সাল্লাদ্দিন ট্রান্সপোর্ট এন্ড কোঃ ব্যাপক অর্থায়ন করেছিল আন্দোলনকে দমানোর জন। স্থানীয় প্রভাশালীদের ছত্রছায়া প্রশাসনকে ম্যনেজ করে মেঘনা অয়েল কোম্পানী নিজের কারবার অভ্যহত রেখেছেন ।
২৪ এর জুলাই -আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও প্রকাশে ঘুরাফেরাই জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । এইদিকে কাউকে তোয়াকা না করে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন মোঃ সাল্লাউদ্দিন। প্রশাসনের নাকের ডগায় থেকে প্রশাসন চুপ থাকাতে এলাকার ছাত্র জনতার মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সচেতন মহল মনে করেন প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এমন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সহযোগীদের দ্রুত আইনের আওয়াতাইে এনে জুলাই শহিদের বিচার শুরু হওক ।
এ ব্যাপারে , সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন পারভেজ সাথে যোগাযোগের চেষ্টা করেলে মুটোফোনে পাওয়া যায়নি।