সম্প্রতি কিছু পত্রিকায় প্রকৌশলী সাইদুর রহমান, কর্মকর্তা, বিআইডব্লিউটিএ-কে নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।
প্রকৌশলী সাইদুর রহমান একজন চৌকস, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সবসময় সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তাঁর সততা ও নিষ্ঠার কারণে কর্তৃপক্ষের কাছ থেকে ইতোমধ্যেই স্বীকৃতি অর্জন করেছেন।
কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল তাঁর সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের সরবরাহ করছে। বিশেষ করে অফিসার এসোসিয়েশনের নির্বাচনে তাঁর জনপ্রিয়তা দেখে একটি চক্র অসৎ উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ চক্রের অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাদের আক্রোশ থেকে এই ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশিত হয়েছে।
অতএব, জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা যাচ্ছে—উক্ত ভ্রান্ত ও মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করার জন্য। প্রকৌশলী সাইদুর রহমান প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে অনুরোধ করছেন ভবিষ্যতে এ ধরনের বানোয়াট সংবাদ প্রকাশ না করার জন্য।