*ইনসিডেন্ট রিপোর্ট*
স্যার,
আসসালামু আলাইকুম।
তাং-২৬/০৮/২০২৫ খ্রি.
*১. ইউনিটের নামঃ* সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা।
*২. বিষয়ঃ সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ-বাজার এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনে বিস্ফোরণের সংবাদ প্রসঙ্গে।*
*৩. ঘটনার তারিখ ও সময়ঃ* ২৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান ১৪:৫০ ঘটিকায়।
*৪. ঘটনার স্থানঃ* নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডস্থ সিআই খোলা বউ বাজার এলাকা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
*৫. ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ* আজ ২৬/০৬/২০২৫ খ্রি. বেলা আনুমানিক ১৪:৫০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডস্থ সিআই খোলা বউবাজার এলাকায় সিটি করপোরেশনের ময়লার ড্রেনে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণে প্রায় ৩০০ মিটার দুরত্ব পর্যন্ত আশপাশের এলাকার স্থাপনাগুলোতে ভয়াবহ রকমের কম্পন সৃষ্টি হয়। ড্রেনের উপরে স্থাপিত ৬-ইঞ্চি পুরত্ব কয়েকটি ঢাকনা আনুমানিক ৫/৬ মিটার উপরে উঠে আছড়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এতে একজন গুরুতর ভাবে এবং আরও দুজন সামান্য আহত হয়েছে মর্মে জানা যায়। আহতদের মধ্যে একজন মোঃ নূর ইসলাম (৫০) এবং অপর দুইজন নারী রয়েছে বলে জানা যায়।
যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিস্ফোরণের সময় বাজারে লোকজন কম থাকার কারণে তেমন একটা হতাহত হয়নি। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন। একজন প্রত্যক্ষদর্শী
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমার দোকানে দুইজন ক্রেতাসহ আমি বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্ল্যাবগুলো প্রায় ৫/৬ মিটার উঁচুতে উঠে আছড়ে পড়ে দেখতে দেখলাম। এবং এর ফলে আশপাশের বিল্ডিংগুলো কেঁপে ওঠে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি।
*৬. ভিকটিমঃ* আহত ০৩ জন।
*৭. উদ্ধারঃ* নাই।
*৮. আসামি/অভিযুক্তের নাম ঠিকানাঃ* নাই।
*৯. গ্রেফতারঃ* নাই।
*১০. গৃহীত আইনী ব্যবস্থাঃ* পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
*১১. আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ* বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
ডিএসবি কর্তৃক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
অতএব ইহা আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হইল।
বিনীত
মোঃ ইসমাইল খান
সিদ্ধিরগঞ্জ জোন
ডিএসবি নারায়নগঞ্জ
তাং-২৬/০৮/২০২৫ খ্রি.