সর্ব বিষয়ে তথ্য নিয়ে আমরা জানতে পারি , সিদ্ধিরগঞ্জ বাজার সংলগ্ন এলাকার ” নির, তার রাম রাজত্ব কায়েম করে চলছেনই। তার ফেসবুক আইডি নির নামেই বেস পরিচিত । তার পিতা মরহুম নুরু সেক্রেটারী হাজি ইয়াসিন মিয়ার ক্যাশিয়ার ছিলেন। তার বড় ভাই বরকতুল্লাহ বাপ্পী জেলা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন । মা ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ । অর্থাৎ আমরা জেনেছি তার পুরো পরিবার আওয়ামী লীগ এর রাজনীতি র সাথে জড়িত । সিদ্ধিরগঞ্জ বাজারে গিয়ে বিশ্বস্ত সূত্রে জানতে পারি এই ” নির,, গত ১৬ বছরে অয়ন ওসমানের সাথে থেকে এলাকায় কিশোর গ্যাং বানিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে জমি দখল, বিরোধী শক্তি দমন, বিএনপির উপর মামলা হামলা দিয়ে অনেক মানুষকে ক্ষতি করেছেন। কিন্তু আমরা আরও জানতে পারি নির এবং তার পরিবার এখনও কূটচাল হিসেবে বিএনপির সাথে মিশে আওয়ামী লীগ এর ছায়া হ’য়ে কাজ করছেন । ” নির,, সম্পর্কে জানতে গিয়ে আরও জানতে পারি গত জুলাই ছাত্র আন্দোলনে অয়ন ওসমানের নির্দেশে পুলিশের সাথে মিশে ছাত্রদের উপর গুলি করেছেন, সাথে জড়িত ছিলেন তার বড় ভাই তখনকার আমলে নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সাংগঠনিক সম্পাদক বরকতুল্লাহ বাপ্পিও । যেখানে পুরো সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের অংগসংগঠনের লোকজন এলাকা ছাড়া আর ঠিক তখনই সুকৌশলে বিএনপির সাথে মিশে এলাকায় রয়ে যান এই ” নির,, এবং নিজেকে বিএনপির সদস্য বলে সিদ্ধিরগঞ্জ বাজারে পরিচয় দেন। সিদ্ধিরগঞ্জ বাসীর দাবী বিএনপিতে অবৈধ অনু প্রবেশকারী অয়ন ওসমান এর দোসর ” নির,, কে শনাক্ত করে যেন পুলিশে সপোর্দ করেন ।