স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কিল্লারপুল এলাকা থেকে বিশাল মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া গিয়ে শেষ হয়।
১১ নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ নাসিরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলের মাধ্যমে নাসির বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের আশার আলো। তাকে নিয়ে কটুক্তি করে দেশের মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সবুজ, রহমত, গোলাপ, জাহাঙ্গীর, লিখন, সাঈদ, রাহিম, জামরুল, শাহ-আলম, সাইফুল, রমজান, হৃদয়, লিটন, আনার প্রমুখ।