গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘাত-সংঘর্ষ ও হতাহতের পর রাত থেকেই কারফিউ চলছে। রিকশা-ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে। তবে রাস্তায় মানুষের উপস্থিতি কম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহলরত অবস্থায় আছে। হালকা যানবাহন চলতে দেখা গেছে, খুলেছে অল্প কিছু দোকানপাটও। গোপালগঞ্জ শহরের পরিস্থিতি আপতত শান্ত হলেও পরিবেশ থমথমে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।