জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জ এর পাঠকক্ষে ১৫ ও ১৬ জুলাই দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫। উক্ত অনুষ্ঠানে জুলাই ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা,জুলাই আন্দোলনের নতুন বই সম্পর্কে অবহিতকরণ, পুস্তক প্রদর্শনী ও জুলাই অভ্যুত্থান বিষয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান।
তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জে এ আবৃত্তি প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার তৃতীয় থেকে পঞ্চম,ষষ্ঠ থেকে দশম ও একাদশ থেকে স্নাতকোত্তর শিক্ষার্থীর এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
সার্বিক পরিচালনায় দ্বায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর প্রিন্সিপাল লাইব্রেরিয়ান- কাম- উপপরিচালক দেবাশীষ ভদ্র।
এ সময বিচারকের দ্বায়িত্ব পালন করেন লেখক ও সাহিত্যিক এস এ শামীম,লেখক ও ছড়াকার সাব্বির আহম্মেদ সেন্টু ও রাইটার্স ক্লাব,নারায়ণগঞ্জ -এর সভাপতি কাজী আনিসুল হক