সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সীমান্ত সম্পাদক মাশরাফি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে সরকারি কদম রসুল কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
গতকাল (১০ জুলাই ) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সীমান্ত আহমেদ সীমুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মাশরাফি আলম মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ , সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদ খান, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেরাজ হোসেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।