নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে তাক লাগিয়েছেন বিএনপির মোঃ নাছির ও সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী টিপু যেখানে উপস্থিত ছিলেন এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার (৭ জুলাই) বিকেল চারটায় এক বিশাল মিছিল দেখল খানপুরবাসী "বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ" স্লোগানে মুখরিত হয় গোটা পুরো এলাকা। নবীগঞ্জ ঘাট থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বরফকলে এসে শেষ হয় ৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিলে যোগদান করেছেন রকমত,গোলাপ,- লিখন,সাঈদ,সবুজ,সোহেল,শওকত, মিঠু, মোস্তফা ,লিটন,সাইফুল,রুবেল,আনার ও অন্যান সহ যোদ্ধারা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন,
আজকে শুধু আমি এইটুকুই বলবো, বিএনপি দিনে দিনে এগিয়ে যাচ্ছে, বিএনপির কোনো গডফাদার গডমাদার ও কারো চক্ষু রাঙ্গানিতে ভয় পায় না। বিএনপির বাংলাদেশের বাইরে কোন প্রভু নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে দিয়েছেন, বাংলাদেশের বাইরে আমাদের কোন প্রভু নাই, বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে। আমরা বলতে চাই বিগত দিনে আমরা নারায়ণগঞ্জে রাজপথে | থেকে আন্দোলন সংগ্রাম করেছি, কোন গডফাদারের রক্তচক্ষুকে আমরা ভয় পাইনি, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে ছিলাম মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা আন্দোলন সংগ্রাম আমরা সফল করেছি এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার পদত্যাগ করিয়েছি ।