Monday , 7 July 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. Post
  4. অন্যান্য
  5. আড়াইহাজার
  6. এন আই সি ইউ
  7. ওয়াজ ও দোয়ার মাহফিল
  8. কো-অর্ডিনেটর
  9. খেলা
  10. খেলাধুলা
  11. জ্বালানী তেল বিপনন বন্ধ
  12. ধর্ম
  13. নারায়ণগঞ্জ
  14. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  15. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায় ১৫০০ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

প্রতিবেদক
AlorDhara24
July 7, 2025 8:52 am

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায় ১৫০০ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ০৭ জুলাই জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তা ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ১১.৩০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। এ সময় তিনি একটি পলাশ গাছের চারা রোপন করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এ কার্যক্রমের সাথে আরও যুক্ত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি এন্ড গ্রীণ মুভমেন্ট।

সর্বশেষ - শহরের বাইরে