বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যারা বিলম্ব করতে চায়, তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, জুলাই-আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়।
রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিষ্কার করে বলেছি, আমরা মনে করি, জনগণ নির্বাচন চায়। এটা বহুবার বলেছি, এখনো বলছি। একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের- আমরা আশা করি সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। বিএনপি একটি উদারপন্থি দল। এখানে কিন্তু আমাদের কোনো রাখঢাক নেই, সোজা কথা। আমরা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোন কিছুর মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে না। যেটা আমরা ১৫ বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি। একটা মাত্র উদ্দেশ্য- আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। আমি আমার অধিকার চাই, বাকস্বাধীনতা চাই। আমার বিচারের অধিকার চাই। ন্যায়বিচারের অধিকার চাই।
একটা গোষ্ঠী বিএনপিকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটাকে আমি উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া কী বলব। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি-গোষ্ঠীর একটা ভুল মিথ্যা প্রচারণা সমানে করে যাবে আর সেটাতে তারা মনে করবে জনগণ সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না । বিএনপির সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া, সম্পর্কে বিরূপ প্রভাব সৃষ্টি করার চেষ্টা- এটাতে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে।