বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের নাম ভাংঙ্গিয়ে দাবিয়ে বেরাচ্ছেন এস এ আসলাম ও কিবরিয়ার প্রভাব বিস্তার
বিগত দিনে আওয়ামী লীগের দোসর সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির আস্থাভাজন ছিলেন এস এ আসলাম আর সাবেক কাউন্সিলর সিরাজুলের আস্থাভাজন ও সম্নধী হওয়াতে বেশ দাবটে ছিলেন কিবরিয়া
৫ই আগস্ট স্বৈরাচার পতনের পর হঠাৎ রূপ বদলে হয়ে যান বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের কাছের লোক
৫ই আগস্ট স্বাধীনতার পর থেকে বিএনপি নয়া সন্ত্রাসে পরিণত হয়েছে এস এ আসলাম ও কিবরিয়া আর তাদের প্রভাব বিস্তার করতে এখন তারা মরিয়া ।
বিএনপির এক ত্যাগী নেতা বলেন ,
স্বৈরাচার আমলে আমাদের উপর যে জুলুম আর অত্যাচার হয়েছে তখন তারা ছিলেন রাজের হালে আর এখন ৫ইআগস্ট স্বৈরাচার পতনের পর তারা কিছু অসাধু নেতাদের কারনে এখনো তারা রাজার হালে আছেন। আর তাই আমরা সাবেক গিয়াসউদ্দিনে এমপির কাছে অনুরোধ সে যেনো এস এ আসলাম ও কিবরিয়ার মত লোকদের কারনে তার সুনাম যেনো নষ্ট না হয় সে বিষয় দৃষ্টি রাখার অনুরোধ রইলো।
বিগত ১/৭/২০২৫ইং তারিখে পদ্মা অয়েল ডিপোতে চাঁদাবাজির করার সময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম এক চাঁদাবাজকে গ্রেফতার করেন। আর তাতক্ষনিক সেই চাঁদাবাজদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন লিখিত মুচলেকা দিয়ে বিএনপির শ্রমিক দলের নেতা এস এ আসলাম ও কিবরিয়া।
এ বিষয় বিএনপির এক পক্ষের সাধারন কর্মীদের ভিতরে ক্ষোভ প্রকাশ । তারা বলেন এস এ আসলাম এর ভিতর মতিউর রহমান মতির প্রেত আত্মা ভর করেছে আর তাই তিনি এখন স্বৈরাচারে প্রভাব বিস্তার শুরু করেছে।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম এর সাথে কথা বলে জানা যায় বিএনপির শ্রমিক দলের নেতা এস এ আসলাম ও কিবরিয়া এসে লিখিত মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান।