মা হারালেন সংগীত তারকা তানজির তুহিন। তার মায়ের নাম বেগম সামছুন নাহার। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ (২৮ জুন) শনিবার ঢাকায় নিজ বাসায় মারা গেছেন বেগম সামছুন নাহার। শিল্পী তুহিনের ব্যান্ড আভাস-এর অন্যতম সদস্য রাজু গণমাধ্যমকে জানান, তুহিনের মা অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা গেছেন। আজ বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।
জনপ্রিয় গানের দল শিরোনামহীন-এর ভোকাল হিসেবে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা পান তুহিন। পরে দল থেকে বেরিয়ে গড়ে তোলেন নতুন ব্যান্ড আভাস। দলটিতে তুহিনের সঙ্গী হয়েছেন রাজু শেখ, রিঙ্কু ইমাম, আরাফাত শাওন, নাঈম মোরশেদ ও অন্তু দাশ।