চট্টগ্রামের সিনেমাপ্রেমীদের জন্য এটি এক দুঃখজনক খবর। শহরের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘সিলভার স্ক্রিন’ চুপিসারে বন্ধ হয়ে গেছে। ২০১৮ সালে যাত্রা শুরু করা এই আধুনিক মাল্টিপ্লেক্সটি নতুন করে সিনেমা ব্যবসায় আশার আলো জ্বেলেছিল।
কিন্তু সাত বছর না যেতেই বন্ধ হয়ে গেল ‘সিলভার স্ক্রিন’।
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ারে অবস্থিত এই হলটির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, ব্যবস্থাপক সালাউদ্দিন পারভেজের পরিবর্তে সাড়া দেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে পারভেজ প্রয়াত হন। তার মৃত্যুর আগেই মাল্টিপ্লেক্সটির কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।
তিনি বলেন, ‘গত বছর দেশের যে পরিবর্তিত পরিস্থিতি ছিল তাতে হলের আয় কমে যায়। ছবি চালানো বন্ধ করতে বাধ্য হই। পারভেজ বিষয়টি নিয়ে খুব চিন্তিত ছিলেন। সুস্থই ছিলেন সেসময়। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল।’
পারভেজ শুধু ব্যবস্থাপকই ছিলেন না, হলটির আংশিক মালিকও তিনি। তার মৃত্যুর পর ‘সিলভার স্ক্রিন’ বলা যায় অভিভাবকহীন হয়ে পড়ে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলছেন, ‘প্রতিনিয়ত লোকসান হচ্ছিল। তাই হল আবার চালুর কোনো পরিকল্পনা নেই আমাদের।’
একসময় চট্টগ্রামে সিনেমার আধুনিক অভিজ্ঞতা দিতে ‘সিলভার স্ক্রিন’ ছিল আলোচিত নাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেমন পাল্টেছে বিনোদন মাধ্যম, তেমনই হারিয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহগুলোর অস্তিত্বও। ‘সিলভার স্ক্রিন’-এর পরিণতি যেন সেই গল্পেরই আরেকটি অধ্যায় হয়ে রইলো।