চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় ট্রাক পার্কিংয়ে লাল পতাকা টাঙিয়ে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো।
রোববার (২২ জুন) দুপুরে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাকমালিক গ্রুপের, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। যা একেবারে অযৌক্তিক। কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এসময় সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর কবির, সোনা মসজিদে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।