Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

সমালোচনার পর এনসিপির নালিতাবাড়ী কমিটি বাতিল

প্রতিবেদক
AlorDhara24
June 22, 2025 12:46 pm

আলোচনা-সমালোচনার মুখে দুদিনই পরই স্থগিত ঘোষণা করা হলো শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি।

শনিবার (২১ জুন) রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশমতে নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম নীতি ও আদর্শের পরিপন্থি। বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সময়ের জন্য উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সব জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

 

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সই করা ৩১ সদস্যবিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। এতে জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়ক এবং রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ র ম বাকি বিল্লাহ, আবীর দেবনাথ দিপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। সদস্য হিসেবে রাখা হয় হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে।

তবে ওই কমিটিতে পদ পাওয়া শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন তার এক ফেসবুক পোস্টে জানান, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না।

 

সামিয়া সুলতানা আরও উল্লেখ করেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিলো? আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবীশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে আমি তাদের শাস্তি চাই।’

এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহাম্মেদকে প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্য করাসহ আওয়ামী লীগের একাধিক কর্মী কমিটিতে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেও নিন্দা জানান কেউ কেউ। এসব আলোচনা-সমালোচনার মুখে শনিবার রাতে এ কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা এনসিপি।

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিপির নালিতাবাড়ী শাখা কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে ক্লিন ইমেজের তরুণদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

কুড়িগ্রামের সীমান্তে ৯ জনকে আটক করেছে বিজিবি

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ

অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

সাময়িক ‘সমন্বিত কাঠামোর’ মাধ্যমে ৭ কলেজ পরিচালনায় মন্ত্রণালয়ের অনুমোদন

হাজীগঞ্জ এম সার্কাস হইতে আইটি স্কুল পর্যন্ত রাস্তাটুকু সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও জনসাধারন দুর্ভোগের শিকার

ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

শেখ হাসিনাসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু