বরগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী এলাকার আজিজুল ইসলাম (৬৫) এবং গলাচিপা উপজেলার নলুয়া বগী এলাকার খালেদা বেগম (৫০)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। এছাড়া আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। পরে গুরুতর আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস একটি দল উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যান।
নিহতদের বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৩-৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আমরা বাসটি আটক করেছি। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহনে আইনে মামলা প্রক্রিয়াধীন।