খুলনায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি রিভলবার, গুলি ও ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ জুন) দিবাগত রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) রাত ২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ অভিযান। যৌথ বাহিনী চানমারি বাজার এলাকার তিনটি বাড়িতে একযোগে তল্লাশি চালিয়ে উদ্ধার করে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২৭০ পিস ইয়াবা।
অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন—খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রূপসা ইস্টান রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ, একই এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাস্টার পাড়া এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দুটি এলাকার তিনটি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২৭০ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তারা ওই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিলেন। এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক বলে জানা গেছে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।