Tuesday , 10 June 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন কীভাবে মোতায়েন করা হয়?

প্রতিবেদক
AlorDhara24
June 10, 2025 9:10 am

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড সাধারণত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা হলেও এর আরও ব্যবহারের ইতিহাস রয়েছে। এই বাহিনীর ক্ষমতা কী এবং কে এর নিয়ন্ত্রণ করেন— জেনে নেওয়া যাক সেসব বিষয়।

ন্যাশনাল গার্ড কী?

ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রিজার্ভ বাহিনীর অংশ। এটি দুটি শাখায় বিভক্ত: আর্মি ন্যাশনাল গার্ড এবং এয়ার ন্যাশনাল গার্ড। ১৯০৩ সালে মিলিশিয়া আইন অনুযায়ী এটি গঠিত হয়। বর্তমান কাঠামো নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের মাধ্যমে।

ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের হিসাবে ন্যাশনাল গার্ডে প্রায় ৪ লাখ ১৯ হাজার রিজার্ভ সদস্য কর্মরত। এর মধ্যে প্রায় ৯ হাজার ৫০০ সদস্য পুয়ের্তো রিকো, গুয়ারাম ও ভার্জিন আইল্যান্ডসের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মোতায়েন (২০১৭ সালের তথ্য)।

ন্যাশনাল গার্ড কোথায় মোতায়েন হয়?

ন্যাশনাল গার্ডের দায়িত্ব বহুবিধ। এটি প্রায়ই দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করে। সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এই বাহিনী মোতায়েন করা হয়। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার সময় ৫০ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য নিউ অরলিন্সে উদ্ধার তৎপরতা, সরিয়ে নেওয়া এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে নিয়োজিত ছিলেন।

ভূমি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও এটি মোতায়েন হতে পারে। ২০২১ সালের ৬ জানুয়ারির মার্কিন কংগ্রেস ভবন দখলের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা নিশ্চিতে ২৫ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছিল। ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া বিক্ষোভে বহু অঙ্গরাজ্যে স্থানীয় পুলিশের সহায়তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।

এছাড়া, ন্যাশনাল গার্ড বিদেশে সামরিক অভিযানে অংশ নিতে পারে, যেমন ইরাক ও আফগানিস্তান যুদ্ধে।

ন্যাশনাল গার্ডের কমান্ড কার হাতে?

ন্যাশনাল গার্ড সদস্যরা যখন কোনো অঙ্গরাজ্যের অভ্যন্তরে মোতায়েন থাকেন, তখন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর তাদের কমান্ডার হন। তবে যখন পুরো দেশের ক্ষেত্রে মোতায়েন করা হয়, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নর গ্যাভিন নিউজমের অনুমতি ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন। তিনি এই পদক্ষেপের পক্ষে জাতীয় নিরাপত্তার কারণ দেখান।

এ নিয়ে গভর্নর নিউজম অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ‘ইচ্ছাকৃতভাবে’ উত্তেজনা বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে।

ন্যাশনাল গার্ডে কে যোগ দিতে পারে?

সাধারণভাবে যুক্তরাষ্ট্রের সব নাগরিক ন্যাশনাল গার্ডে যোগ দেওয়ার যোগ্য। তবে তাদের নির্দিষ্ট শারীরিক, মানসিক ও আইনি যোগ্যতা পূরণ করতে হয়। অধিকাংশ সদস্য খণ্ডকালীন হিসেবে সেবা দেন, তবে কিছু সদস্য পূর্ণকালীনও থাকেন।

যেসব সেনাসদস্য নিয়মিত সামরিক বাহিনীতে সেবা শেষ করেছেন, তারা অতিরিক্ত প্রশিক্ষণ ছাড়াই ন্যাশনাল গার্ডে যোগ দিতে পারেন।

আরেকটি পথ হলো সরাসরি ন্যাশনাল গার্ডে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়া। এ ক্ষেত্রে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়।

ন্যাশনাল গার্ডের সাধারণ দায়িত্বের মধ্যে রয়েছে মাসে একবার এক সপ্তাহান্তের অনুশীলন এবং বছরে দুই সপ্তাহের প্রশিক্ষণ। একেক সদস্য সপ্তাহান্তের দায়িত্ব পালনের জন্য ২০০ থেকে ৬০০ মার্কিন ডলার (১৭৫-৫২৫ ইউরো) পর্যন্ত ভাতা পান। এ ছাড়া, তাদের আবাসন, খাদ্য, শিক্ষা সহায়তা ও স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়। দীর্ঘমেয়াদি সেবার জন্য পেনশন সুবিধাও দেওয়া হয়।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি

চিরকালীন ভালোবাসার ‘অনুভবে তুমি’

বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে খুলনায় ৮ যুবক আটক

কক্সবাজারে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

মগ বাজার রেললাইনে বাস অল্পরজন্য রক্ষা পেলেনঅর্ধশতাধিক মানুষ।

১৬ জুন সোমবার জাতীয় যুবশক্তি’র নারায়ণগঞ্জ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সংগীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৯ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ