Sunday , 8 June 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

সোনারগাঁয়ে পুকুর রক্ষায় ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
June 8, 2025 7:05 pm

অপরিকল্পিতভাবে খাল-বিল, পুকুর ও জলাশয় ভরাট, দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহ্যবাহী আয়োজন — ‘হাঁস ধরা’ খেলা।

০৮ জুন, রোববার বিকাল ৩টায় সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী কবরস্থান সংলগ্ন নতুন ব্রিজের নিচে আয়োজিত এই খেলা স্থানীয় এলাকাবাসী, তরুণ ও শিশুকিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনন্য খেলাটি যেন একসময়ের গ্রামীণ বাংলার শিকড় স্পর্শ করে, যেখানে বিনোদনের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহাসচিব মীযানুর রহমান। প্রধান অতিথি ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবি আছিয়া ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়াপাড়া ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবুল হোসেন, সম্মান দিয়ে জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ সোহেল মিয়া।

প্রধান অতিথি এম এ মান্নান ভূঁইয়া বলেন এমন বলেন “এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সময়ের দাবি। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এই খেলাগুলোর ভূমিকা অপরিসীম।”

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমাগতভাবে খাল-বিল ও জলাশয় অবৈধভাবে ভরাট ও দখলের ফলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, জলজ প্রাণী ও গ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি।

সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে সমাজকে জানাতে চাই — জলাশয় মানে শুধু পানি নয়, এটি আমাদের জীবনের অংশ। পুকুর হারালে হারাবো ইতিহাস, ঐতিহ্য, কৃষি, প্রকৃতি — এমনকি সংস্কৃতিও।”

খেলার শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ পর্বে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন। এসময় এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এই ব্যতিক্রমী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুম আকন্দ,শাহজালাল, সাংবাদিক জহিরুল ইসলাম জহির, মুক্তার হোসেন, মীমরাজ হোসেন, ফয়সাল আহম্মেদ, ইমরান, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত