এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্য সামনে নিয়ে, ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি মেলা উপলক্ষে বর্ন্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যােগে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্জুরুল মোর্শেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (কাচঁপুর) সার্কেল সেগুফতা মেহনাজসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, পৌরসভা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, যেহেতু বাংলাদেশে অনলাইন ভূমি সেবা নতুন, এ ব্যাপারে মানুষ খুব বেশি সচেতন নয়। তাই সল্প সময়ের মধ্যে মানুষকে অনলাইন ভূমি সেবা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন ক্যাম্পেইন করা হবে, পাশাপাশি সবাইকে নিরবিচ্ছিন্ন সেবা প্রধানের লক্ষ্য উদ্বুদ্ধ করা হবে। তিনি আরো বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মধ্য দিয়ে জমির মালিকানা সুরক্ষিত হয় এবং সেবা পাওয়া সহজ হয়। এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভূমি সংক্রান্ত নানা ধারণা পরিষ্কার করতে সহায়ক হয়।