Sunday , 25 May 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কো-অর্ডিনেটর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. জ্বালানী তেল বিপনন বন্ধ
  10. ধর্ম
  11. নারায়ণগঞ্জ
  12. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  13. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  14. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
  15. পলাশ সাহা

পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি

প্রতিবেদক
AlorDhara24
May 25, 2025 11:58 am

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে পালিয়ে যায় ডাকাতরা।

শনিবার (২৪ মে) দিনগত রাত ১টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টহল পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় ছিল। তাদের জিম্মি করে ওই স্থান দিয়ে চলাচলকারী কয়েকটি গাড়িতে ডাকাতি করে দুর্বৃত্তরা। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিনগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। তারা রাস্তায় চলাচলকারী দুটি পিকআপভ্যান ও একটি প্রাইভেটকার আটক করে। এসময় বানিয়াচং থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে ডাকাতদল। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর তিনটি গাড়িতে ডাকাতি করে চলে যায় ডাকাতরা।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে পুলিশের গুলিতে ঝিলকী নামের এক কুখ্যাত ডাকাত নিহত হওয়ার পর বানিয়াচংয়ে ডাকাতির ঘটনা ঘটেনি। শনিবার আবার ডাকাতির ঘটনা ঘটলো।

সর্বশেষ - সিদ্ধিরগঞ্জ