নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামে এক কিশোর খুন হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাত ১০টায় গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ ছুরিকাঘাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে অপর দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল্লাহ খান পায়েল (১৪) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকার বাসিন্দা মো. শামীমের ছেলে।
এর আগে নিহত কিশোরের বাবা মো. সামিম খান (৪২) বাদী হয়ে আট আসামির নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মৃত আলী আহম্মদের ছেলে হৃদয় ওরফে পাইটু হৃদয় (১৫), মো. মেহেদী (১৫), শুভ (১৫), আব্দুল সামাদের ছেলে মো. হৃদয় (৩০), সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মো. ফারুকের ছেলে মো. সাব্বির (১৮), সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া কদমতলি এলাকার দুলালের ছেলে মো. আতিক (২২), সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা সিটি এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. জাহিদ (১৮), নোয়াখালী জেলার মাইজদী থানার মনির হোসেনের ছেলে আল আমিন (২০)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খুনের এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।