যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিএনএনকে নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ দুজনই ইসরায়েলি দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল বলেন, আমরা পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি। যত দ্রুত সম্ভব জনগণকে আপডেট জানানো হবে। ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য এখন আমাদের প্রার্থনা নিহতদের একজন পুরুষ ও একজন নারী।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে যিনি ইলিনয়ের শিকাগোর বাসিন্দা। তার উদ্দেশ্য এবং হামলার প্রেক্ষাপট সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। একইসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে “ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ” হিসেবে আখ্যা দেন।
হামলার সময় দূতাবাসের রাষ্ট্রদূত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন দূতাবাসের একজন মুখপাত্র।
ঘটনার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ওয়াশিংটনের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থলে পৌঁছান। মার্কিন ইহুদি কমিটির প্রধান টেড ডয়েচ জানিয়েছেন, ওই সময় ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামে তাদের একটি অনুষ্ঠান চলছিল। তিনি বলেছেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় আছি।