মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মানিকগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ডিম ও জুতা নিক্ষেপ করেছে জনতা। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল (১১:১৫ মিনিট) মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা সাড়ে ১১ টায় চীফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে তার রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় হত্যাসহ দুটি মামলায় মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
চার দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
সাবেক এমপি মমতাজ বেগম ২০০৮ সালে রাজনীতিতে আসেন। পরে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। তবে সময়ের সঙ্গে তার বিরুদ্ধে ওঠে চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্য ও সন্ত্রাসে মদদদানের অভিযোগ। ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পর তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। তবুও তিনি এখনো দলীয় পদে বহাল।মমতাজের বিরুদ্ধে সিংগাইর থানায় তিনটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় আরেকটি হামলার মামলা চলমান রয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর মামলা।