নারায়ণগঞ্জ জেলাকে সবুজায়ন করে গড়ে তোলা হবে
--- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ
ফ্যান জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জ জেলাকে সবুজায়ন করে গড়ে তোলা হবে। প্রতিটি খালি জায়গায় গাছ রোপণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জ জেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা নারায়ণগঞ্জ জেলাকে একটি বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় ৮০ ট্রাক ব্যানার, ফ্যাস্টুন অপসারণ করেছি।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে
নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব এর আয়োজনে কংক্রিটের নগরী থেকে সবুজের নগরীতে রূপান্তরের অভিপ্রায়ে
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার 'গ্ৰিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির প্রেরণায় বৃক্ষ রোপন কর্মসূচী ও ছাদ বাগান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।
কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।