এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
আজ ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ-এর নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আলোকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টটি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টি ও বেকারি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বেশ কিছু প্রতিষ্ঠান বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫ ধারা লঙ্ঘন করেছে। আইন অমান্য করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ২৭ ধারা মোতাবেক তিনটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়।
জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।