Thursday , 22 May 2025 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কো-অর্ডিনেটর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. ধর্ম
  10. নারায়ণগঞ্জ
  11. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  12. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  13. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
  14. পলাশ সাহা
  15. ফতুল্লা

নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

প্রতিবেদক
AlorDhara24
May 22, 2025 7:14 am

আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা।

 

অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্তে আগামী বাজেটেই এটি কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা রক্ষা এবং জীবনমান বজায় রাখতে এই প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে।

 

তবে নতুন ভাতা চালুর সঙ্গে সঙ্গেই ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হবে। অর্থাৎ, কর্মীরা পাবেন বার্ষিক ৫% ইনক্রিমেন্টের পাশাপাশি নতুন হারে মহার্ঘ ভাতা, তবে আলাদা কোনো প্রণোদনা থাকবে না।

আগামী বাজেটে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা আসছে। আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন। ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

 

হাসিনা সরকারের পতনের পর মূল্যস্ফীতির চাপে কর্মচারীদের দুরবস্থা লাঘবে গঠিত একটি কমিটি প্রথমে জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকর করার সুপারিশ করে। যদিও তখন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি স্থগিত ছিল।

আগামী বাজেটে সরকারি কর্মচারীদের দাবি কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে। তবে পূর্ববর্তী সরকারের আমলে যারা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন কিংবা অবসর গ্রহণ করেছিলেন, তারা এখনো বৈষম্যের অভিযোগ করছেন।

 

 

সর্বশেষ - সিদ্ধিরগঞ্জ

আপনার জন্য নির্বাচিত