মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের জুলাই অভ্যুত্থানে যোদ্ধা, সাংবাদিক জিসানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নারায়ণগঞ্জে সাংবাদিকবৃন্দের ব্যানারে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের আগে যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হতো এখনো তা অব্যাহত আছে। তারা বলেন, প্রশাসনে যারা আছেন তারা ভাল করে জানেন। এক এগারোর সময় যখন সকলে চুপ ছিল তখন সাংবাদিকেরা কথা বলেছে। জুলাই আন্দোলনে যখন গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছিল তখন গণমাধ্যম আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল। আজ আবারও গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের বিভাজনের কারণে সাংবাদিকেরা নিগৃহীত হচ্ছে। হামলা মামলার শিকার হচ্ছে। আদর্শ থাকতেই পারে, কিন্তু কোন গণমাধ্যম কর্মী আক্রান্ত হলে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। সাংবাদিকদের যারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন এর ফলাফল ভাল হবে না।
মানববন্ধনে টেলিভিশন, জাতীয় পত্রিকা, স্থানীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।