খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন।
বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ যেয়ে আটক যুবকদের থানায় নিয়ে আসে। চাঁদাবাজিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান নগরীর দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা।সাথে আরও ৭ জনকে সঙ্গে নিয়ে বাস্তুহারা কলোনীর বাসিন্দা বাপ্পির বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে। তারা বাপ্পিকে ‘পতিত সরকারের দোসর’ বলে আখ্যায়িত করে এবং তিন লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয় এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে ওই যুবকদেরকে ধাওয়া করার সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে রায়হানসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ‘রাতে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে এবং চাঁদা চায়। কিন্তু বাপ্পি টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার-চেঁচামেচি হয়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে। রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তাঁরা তাঁকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।’।
খালিশপুর থানার এসআই সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে আসেন। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।