সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ছুরির আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন।
শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।২২২ নম্বর রুমে থাকতেন তিনি।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানান যে, মঙ্গলবার রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য ঠিক সে সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যেয়ে শাহরিয়ারকে ছুরির আঘাত করে পালিয়ে যান তারা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ‘তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাতে জানানো হয়েছে।’ এছারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ জানান, ‘রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।’