গাজার খান ইউনিসে একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র।
ফিলিস্তিনের গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেনসাথে আহত হয়েছেন আরও অনেকে। আজ বুধবার সকালে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এছারাও স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা হাসপাতালে একযোগে ছয়টি বোমা ফেলেছে, যার ফলে হাসপাতাল সহ আশেপাশের এলাকায় আঘাত হেনেছে।এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৫০ জনে।
গাজায় বিবিসির জন্য কর্মরত একজন ফ্রিল্যান্স সাংবাদিক বিমান হামলায় আহতদের মধ্যে রয়েছেন। চিকিৎসার পর এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছেন, তারা হাসপাতালের নিচে থাকা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধার অবস্থান করছিলেন। গাজার ইউরোপীয় ওই হাসপাতালে ইসরায়েলি হামলার ফলে হাসপাতাল চত্বরে একাধিক গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সেখানে একটি বড় বাসসহ কয়েকটি যানবাহন হামলার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান যে, হামলার পর ইসরায়েলি ড্রোনগুলো হাসপাতাল ভবনের ওপর কঠোরভাবে নজরদারি চালাতে থাকে, ফলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আন্তর্জাতিক সাহায্য সংস্থা আইডিয়ালসের হয়ে কাজ করা প্লাস্টিক সার্জন টম পোটোকার হামলার সময় হাসপাতালেই অবস্থান করছিলেন।ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হামাসের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। তিনি গাজার সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। হামাস এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।