শনিবার (১০ মে) যুক্তরাজ্য থেকে দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেলেন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার আসামি হানিফ পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত হতে খালাস পান মো. হানিফ।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারা দেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১নং টার্মিনালের ভেতর দিয়ে ছাদখোলা জিপে চড়ে বাইরে বেরিয়ে আসেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হানিফ। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগিনা আকাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, জাকারিয়া মাহমুদ (যুক্তরাষ্ট্র) অ্যাভোকেট পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ।
২০১০ সালের দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা এবং শারীরিক কারণে তিনি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস শুরু করেন। তবে দেশের বাইরে থাকলেও হানিফ এন্টারপ্রাইজের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।