এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
মঙ্গলবার ১৩ মে দুপুরে নারায়ণগঞ্জের আ ই টি স্কুলে এস এস সি ২০২৫ সালের শেষ পরীক্ষার দিনে পরীক্ষা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন ও উৎসাহ উদ্দীপনা প্রদান করেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট উপহার দেন ।
এ সময় তিনি বলেন আজ নারায়ণগঞ্জ জেলায় সুষ্ঠু পরিবেশে ও শান্তিপূর্ণভাবেএস এস সি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শুরুতে আমরা এসেছিলাম আজ শেষের দিনও আসলাম ছাত্র-ছাত্রীরা যেন মনে করে আমরা তাদের পাশে আছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু ভালো পড়ালেখা করলেই হবে না ভালো মানুষ হতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। সকলকে ভালো পড়ালেখা করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে । তিনি পরবর্তী শ্রেণীতে ভর্তির ভালো প্রস্তুতির জন্য আহ্বান জানান।তিনি আরও বলেন ছাত্র-ছাত্রীর জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের সকল উপজেলায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছে তারা সকল ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহ উদ্দীপনা প্রদান এবং পরবর্তী শ্রেণীতে ভর্তির প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট প্রদান করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাগন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উক্ত স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ।